Tuesday, May 31, 2022

Present Indefinite Tense

বাংলা চিনিবার উপায়: ই, অ, এ, য়, ন। করি, কর, করিস, করে, করেন প্রভৃতি।

01. I  এর ব্যবহার :  

  1. Affirmative: Subject + Present.
  2. Negative: Subject + do not/don't + present.
  3. Interrogative: Do + Subject + present?
  4. Interrogative Negative: 

  • Affirmative : 
  • আমি ত্যাগ করি- I abandon. 
  • আমি অপমান করি- I abase. 
  • আমি লজ্জা দেই- I abash. 
  • আমি বাতিল  করি- I abate. 
  • আমি ছোট করি- I abbreviate. 
  • Negative
  • আমি অস্বীকার করি না- I do not abdicate. 
  • আমি অপহরণ করি না- I don't abduct. 
  • আমি অসৎ কাজে সাহায্য করি না- I don't abet. 
  • আমি ঘৃণা করি না- I don't abhor. 
  • আমি মেনে চলি না- I don't abide. 
  • Interrogative
  • আমি কি সক্ষম করি- Do I enable? 
  • আমি কি ত্যাগ করি- Do I abjure? 
  • আমি কি ত্যাগ করি- Do I abnegate? 
  • আমি কি বাতিল করি- Do I abolish? 
  • আমি কি ঘৃৃৃণা করি- Do I abominate? 
  • Interrogative Negative: 

  • all verb list
  • বিভিন্ন person এর সাথে am, is, are এর ব্যবহার:
  • I'm আইম
  • We're ওইয়ার
  • You're ইউয়ার
  • He's হিজ
  • She's শীজ
  • They're দেয়ার
  • It's ইটস
  • Rahim's রহিমস
  • isn't ইজন্ট 
  • aren't আন্ট

কোন বাক্যে always, never, occasionally, often, on everyday, on Sunday, sometimes, usually শব্দগুলো থাকলে present Indefinite Tense হয়।

  1. Sabbir always speaks the truth.- সাব্বির সর্বদা সত্য কথা বলে।
  2. Shohag often comes here.- সোহাগ প্রায়ই এখানে আসে।
বৈজ্ঞানিক সত্য, চিরসত্য কোন কিছু বুঝালে Present Indefinite Tense ব্যবহার করতে হবে।
  1. সূর্য পূর্ব দিকে ওঠে- The sun rises in the east.
Subject 3rd person singular number হলে, অর্থাৎ he, she, it বা কোন ব্যক্তি বা জিনিসের নাম হলে affirmative sentence এ verb এর সাথে s বা es এবং negative sentence এ doesn't হবে। verb এর শেষে ss, sh, ch, s এবং o থাকলে verb এর শেষে es যোগ হয়।

Present Continuous Tense

 Sub+am/is/are+verbing.

Present Perfect Tense

 Sub+have/has+Past Participle.

Present Perfect Continuous Tense

 Sub+have been/has been+verbing+for/since..

Past Indefinite Tense

 Sub+past.

Past Continuous Tense

 Sub+was/were+verbing.

Past Perfect Tense

 Sub+had+Past participle.

Past Perfect Continuous Tense

 Sub+had been+verbing+for/since..

Future Indefinite Tense

 Sub+shall/will+present

Future Continuous Tense

 Sub+shall be/will be+verbing.

Future Perfect Tense

 Sub+shall have/will have+past participle.

Future Perfect Continuous Tense

 Sub+shall have been/will have been+verbing+for/since...

Present Indefinite Tense

বাংলা চিনিবার উপায়: ই, অ, এ, য়, ন। করি, কর, করিস, করে, করেন প্রভৃতি। 01. I  এর ব্যবহার :     Affirmative:  Subject + Present. Negative: Subj...